
মোঃ আক্তার হোসেন (বাবু) :
২৯/০৪/২০২৪ খ্রিলঃরোজ সোম বার বিকেল ৫ টায় আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২নং বালুয়াকান্দি ইউনিয়ন তেতৈতলা, দড়িগাও, মেঘনাঘাট বাজারে গণসংযোগ হয়।গজারিয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের অহংকার যুব সমাজের আইডল বিশিষ্ট সমাজসেবক,গরীব দুঃখী মানুষের বন্ধু, আপনাদের সুপরিচিত গজারিয়া উপজেলা সাধারণ সম্পাদক ইমাম পুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সকল চেয়ারম্যান, বর্তমান আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনসুর আহমেদ খান জিন্নাহ এর পক্ষে নির্বাচনী প্রচারণা এবং কাপ পিরিচ মার্কার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গণজোয়ারা রূপ দিয়েছে আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন।
এ সময় আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন পারামহল্লা থেকে কৃষক শ্রমিক সমাজের সর্বস্তরের মান্যগণ্য ব্যক্তিবর্গ জন দের উপস্থিতি সমগ্রহ ঘটে। স্বতঃস্ফূর্তভাবে দেশের আনশৃংখলার প্রতি শ্রদ্ধাশীল দেখে পথসভা মিছিল পাড়া মহল্লা থেকে পথে ঘাটে সম্মানিত ভোটারদের কাছে মসুর আহমদ জিন্নার জন্য কাপ পিরি মার্কা ভোট চান আলহাজ্ব মোঃনাজমুল হোসেন সহ সকল জিন্না সমর্থক ব্যক্তিবর্গ জন।
মোস্তাফিজুর রহমান জানান -; ইনশাআল্লাহ আমাদের তথা গজারিয়ার যুব সমাজের আইডল ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান পরিবার সুযোগ্য সন্তান মনসুর আহমেদ খান জিন্না অত্যন্ত একজন বিচক্ষণ এবং ভালো লোক। গজারিয়ার সুশীল সমাজের সাধারণ জনগণ যোগ্য প্রার্থী মনসুর আহমেদ খাঁন জিন্নাকে কাপ পিরিচ “মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করবেন।