চট্টগ্রাম হাটহাজারীতে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার ঘর নিয়ে দুর্নীতি

চট্রগ্রাম অফিস:

চট্টগ্রাম হাটহাজারী থানা অন্তর্ভুক্ত পশ্চিম মাহমুদাবাদ ১নং ইউনিয়নের ১নং ওয়ার্ড মজিব নগরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৭৩টি ঘর দেওয়া হয় যাদের অর্থ সম্পদ নেই তাদের এই ঘর দেওয়া হয়। পরবর্তীতে শোনা যায় এই ঘর যাদের কাছে দেওয়া হয়। বাংলাদেশের গরীব অসহায় ছিন্নমুল মানুষদের যাদের ঘড় করার মতো জমি নেই তাদের  একটু আবাস আশ্রয়স্থল দেওয়ার লক্ষ্যে , মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প চালু করেন। কেউ যেন ঘড়হীন না থাকে এই উদ্দেশ্যেই  এই প্রকল্পটি চালু করা হয়। অথচ চট্টগ্রাম হাটহাজারী থানা অন্তর্ভুক্ত পশ্চিম মাহমুদাবাদ ১নং ইউনিয়নের ১নং ওয়ার্ড মজিব নগরে আশ্রয়ন প্রকল্পে দেখা যায়   ১৩ টি পরিবার   থাকেননা এসব ঘড়ে । আরো দেখা গেছে , যাদেরকে ঘড় দেয়া হয়েছে তাদের মধ্যে  তিনটি ঘর ভাড়া দেওয়া হয়েছে মাস শেষে ঘড় ‍ওয়ালা এসে ভাড়া নিয়ে যায়। , বর্তমানে যারা বসবাস করেন তারা বিভিন্ন অভিযোগ জানান। বিষয়টি চট্রগ্রাম জেলাপ্রশাষকের সুদৃষ্টি কামনা করেছেন গরীব ও অসহায় মানুষগুলো। যাদের অর্থ সম্পদ আছে , তাদের এই প্রকল্প থেকে বাদ দিয়ে প্রকৃত গরীব ও গৃহহীন মানুষদের নামে বরাদ্দ দেওয়ার অনুরোধ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *