
খসরু মৃধা:
গাজীপুর মহানগরের পূবাইল থানার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার এলাকায় কর্মরত প্রকৌশলী শাহদাত হোসেন মুন্না(২৭) ট্রাক চাপায় নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯ টার দিকে মিরের বাজার তুরাগ পাম্পের পাশে নিজের তত্বাবধানে তৈরি করা মদনপুর-ভোগরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার অংশেই তার মোটর সাইকেলকে চাপা দেয় ওই ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮২১৪)। পরে সহকর্মীরা
প্রকৌশলী শাহাদাতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যকোলে ঢলে পড়েন তিনি। ঘাতক ট্রাক আটক হলেও চালক পালিয়ে যান বলে জানিয়েছে পূবাইল থান পুলিশ।
নিহত শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাজগাতি খালপার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।তিনি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানিতে সাইড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ কামারুজ্জামান জানান লাশ হাসপাতালে রয়েছে।আত্মীয়- স্বজনরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।