পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়  দ্বিবার্ষিক পরিদর্শন

রাজিব আহমেদ , ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
৩০/০৪/২০২৪ খ্রি. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় (চকবাজার জোন) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি মামলা তদন্ত ও এর রহস্য উদ্‌ঘাটন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ের উপর সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) জনাব জনাব মোঃ নূরে আল মাহমুদকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি উক্ত অফিসের দাপ্তরিক কাজ তদারকের পাশাপাশি সেখানকার অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *