
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালীঃ
আজ মঙ্গলবার দুপুরে ‘এমভি সামুদা-১’ নামে একটি জাহাজ ব্রিজে ধাক্কা দিয়ে আটকে যায়।
ফেরীর এক যাত্রী মো: হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে সেতুর পশ্চিম দিক থেকে জাহাজটি এসে কালুরঘাট ব্রিজের মাঝে ধাক্কা খায়।
ঘটনার সাথে সাথে রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা পরিদর্শনে আসেন। তাঁরা জানান জাহাজটি বাতাসে রশি ছিঁড়ে, নাকি চালকের ভুলে এসে ধাক্কা দিয়েছে, সেটা নিশ্চিত করা যায়নি। আমরা এসে জাহাজে কোনো নাবিক পাইনি।”
এদিকে ধাক্কা লাগার খবর পেয়ে সেতু মেরামতের কাজে থাকা ঠিকাদার কোম্পানির কর্মকর্তারাসহ তাঁরা ঘটনাস্থলে যান এবং জানান প্রাথমিকভাবে তেমন বড় কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না।
ঐতিহ্যবাহী ঙ কালুরঘাট সেতু নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়ক পথের সব ধরনের যানবাহনের পাশাপাশি এ সেতু দিয়ে ট্রেনও চলাচল করে।
কক্সবাজারের পথে রেল চালুর জন্য কালুরঘাট সেতু সংস্কারের কাজে গত বছরের ১ অগাস্ট থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এর মধ্যে ৫ নভেম্বর কক্সবাজারের পথে রেল চলাচল শুরু হয়। পরে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছিলেন, মার্চ মাসের মাঝামাঝিতে সংস্কার কাজ শেষে এ সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।