
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে সকাল ১০টায় পৌর শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এসে শেষ হয়।
পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন সভাপতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঠিকাদার মোঃ আবু জাহিদ মিয়া, মোঃ স্বপন মিয়া, কাদিরোজ্জামান সরকার সাধারণ সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
মহান মে দিবস দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। সকল শ্রমিকের প্রতি বিনম্র শ্রদ্ধা। দিনটি সকল শ্রমজীবী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। মে দিবসের রয়েছে একটি বেদনাদায়ক ইতিহাস। এই দিনেই শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। এই বেদনাবহ দিনটির ওপর ভিত্তি করেই শ্রমজীবী মানুষ আদায় করতে পেরেছিল তাদের অধিকার, সামাজিক মর্যাদা ও দৈনিক একটি সুনির্দিষ্ট কর্মঘণ্টা। এই দিনটির মাধ্যমেই শ্রমিকরা পেয়েছিল তাদের অধিকার আদায়ের ভিত্তি ও পুঁজি।১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই শ্রমিক সমাবেশে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ থেকে ১২ জন শ্রমজীবী মানুষ নিহত হন। শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে তোলে। দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবির এই যৌক্তিক আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৮৯০ সালে শিকাগোর শ্রমিক হত্যার প্রতিবাদ বার্ষিকী আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব করা হয়। মূলত সেই সময় থেকেই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সূচনা হয়।