ঘিওর উপজেলায় সরকারি আইন অমান্য করে চলছে  অবৈধ ড্রেজার বাণিজ্য,প্রশাসন নীরব

মোঃ জাহাঙ্গীর আলম :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভূমি অফিসের উত্তর পাশে পেচারকান্দা এবং বানিয়াজুরী ইউনিয়নের ভূমি অফিসের উত্তর পাশে জাবরা কালিগঙ্গা নদীতে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে জনি এবং মোঃ মিরন মিয়া সরকারি আইন অমান্য করে স্থানীয়   প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  অবৈধ ড্রেজার বাণিজ্য চালিয়ে নদী পাড়ের তিন ফসলি কৃষি জমি  ভেংগে সাধারন মানুষের শেষ সম্বল হুমকির মুখে ফেলে দিয়ে কোটিপতি বনে গেছেন। সরকারি আইন অমান্য করে অবৈধ ড্রেজার বাণিজ্যের  ফলে নদী পাড়ের কৃষকরা তাদের তিন ফসলি কৃষি জমি হারাতে বসেছে,সেই সাথে সরকারের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ দিয়ে নদী সুরক্ষায় কোটি কোটি টাকা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সাধারণ কৃষকরা অবৈধ ড্রেজার বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের   হস্তক্ষেপ  কামনা করলে ও লোক দেখানো অভিযান ছাড়া কিছুই করতে পারেননি। ভূমি প্রতিরোধ আইনের ১৩ ধারায় অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড না দিয়ে ঢিলেঢালা অভিযান করার কারনে, ড্রেজার ব্যবসায়ীরা  আরো বেপরোয়া হয়ে পড়েছে।   ইতিপূর্বে অবৈধ ড্রেজার বাণিজ্যর ফলে নদী পাড়ের ঘরবাড়ি, রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়েছে। এখনই এই অবৈধ ড্রেজার বাণিজ্য বন্ধ না হলে নদী পাড়ের অবশিষ্ট   তিন ফসলি কৃষি জমি, ঘরবাড়ি,  মসজিদ, মন্দির এবং  রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাবে।বালিয়াখোড়া ইউনিয়ন ভূমি সহকারী মোঃ লুৎফর রহমানকে ফোনে পাওয়া না গেলেও, বানিয়াজুরি ইউনিয়ন ভূমি সহকারি কর্তৃপক্ষের দোহাই দিয়ে, চলমান ড্রেজার বন্ধের জন্য কোনরকম চেষ্টা করছেন না। অবৈধ ড্রেজার বাণিজ্য বন্ধের জন্য ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম কে ফোন করলে, ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *