জুনায়েত হোসেন মনিরে’র তালা মার্কায় ভোট চেয়ে গজারিয়ার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন বাবা -আলহাজ্ব মোঃ শাহ্ আলম

মোঃ আক্তার হোসেন (বাবু) :
০১/০৫/২০২৪ খ্রি:রোজ বুধবার দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা নিজস্ব প্রতিবেদক এক সাক্ষাৎকারে তিনি আসন্ন গজারিয়া উপজেলা নির্বাচন গজারিয় জাতীয় ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে জুনায়েত হোসেন মনিরের তালা মাকে ভোট চেয়ে,ছেলে জুনায়েত হোসেন মনির এর জন্য গজারিয়ার সর্বস্তরের জনগণের কাছে  দোয়া চেয়েছেন।
আসছে আসন্ন উপজেলা নির্বাচন যতই ঘনিয়ে আসছে গজারিয়া  উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন গ্রাম ওয়ার্ড এ প্রান্ত  থেকে ও প্রান্তে  অক্লান্ত পরিশ্রম করে  প্রত্যেকটি  ভোটারের দুয়ারে দুয়ারে নিজের তালা মার্কার প্রতীকে জানান দিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক জনদরদী আলহাজ্ব শাহ আলম  সাহেবের সুযোগ্য সন্তান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী “তালা মার্কার “প্রতীক নিয়ে জুনায়েত হোসেন (মনির)।
গজারিয়ার সুশীল সমাজের সর্বস্তরের জনগণের আস্থার প্রতিক- জুনায়েত হোসেন মনিরের’ তালা মার্কা
সমর্থক এবং গজারিয়া সর্বস্তরের জনগণকে উদ্দেশ্য করে বলেন একজন পথচারী,দিনমজুর, কৃষক এবং একজন উচ্চ প্রদত্তকারী দেশ কিংবা জাতির গৌরব অহংকার আমি সবাইকেই শ্রদ্ধা এবং সম্মান  দৃষ্টিতে দেখি। হোক সে ছোট কিংবা বড় সবাই একটি ভোটের  অধিকার ভোট একটি পবিত্র আমানত আপনারা যাকে যোগ্য মনে করেন আপনাদের এই পবিত্র আমানত তাকেই দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আমি যোগ্য মনে হয় আপনাদের মূল্যবান ভোটটি আমাকে তালা মার্কায় দিয়ে জয়যুক্ত করবেন। আমি কোন রতি মহারতীর সেবক হতে চাই না আমি চাই জনগণের সেবক হতে- আপনারা আমার মূল শক্তি।
জুনায়েত হোসেন মনির বংশ-পরম্পরা ভাবেই  পূর্বের মানবসেবা গ্রহণযোগ্যতায় নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে তিনি ও জনগণে নির্ভরযোগ্য বিশ্বাসের আস্থার স্থল অনেকটাই সফলতার আবাস দিচ্ছেন সাধারণ জনগণ। গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়নে  সর্ব স্তরের মানুষের সাথে সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।স্বতঃস্ফূর্তভাবে জনগণের বিশাল সাড়া পাওয়ায়   স্বস্তি বিরাজ করছে তার অন্তরের। যে আমি আমার এত দিনের পারিশ্রমিক আপনাদের ভালোবাসায় মুগ্ধ। গজারিয়া এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলছেন প্রতিটি ভোটারদের দুয়ারে দুয়ারে।
জনগণের উদ্দেশ্যে  জুনায়েত হোসেন মনির জানান  – আমি আমার সাধ্যমত পূর্বের ন্যায় ছিলাম আছি থাকবো আপনারা আমাকে আসন্ন উপজেলা  ভাইস চেয়ারম্যান হিসেবে তালা মার্কায় আপনাদের মূল্যবান   ভোট দিয়ে  জয় যুক্ত করে সেবার মান বৃদ্ধি করার সুযোগ করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *