আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সোমবার (৬ মে) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার জানান, জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সড়কে সৌন্দর্যবর্ধনের জন্য বনায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফুটপাতসহ সড়কের সার্ভিসলেন সাধারণ মানুষদের চলাচল নির্বিঘ্ন করতে বৃক্ষরোপণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *