ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে অস্ত্র ও দা উদ্ধার

কামরুল ইসলাম:

লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্র-দা উদ্ধার করেছে লোহাগাড়া থানার চৌকস সাহসী পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।

রোববার (৫ মে) বিকেলে উপজেলার চরম্বা তেলিবিলা এলাকায় স্থানীয় রিফাত নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেননি পুলিশ। রিফাত একই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রিফাত নামে ওই যুবক নানা অপকর্মের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষে বিছানায় বেডের নিচে লুকায়িত একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে রিফাত ও তার সহযোগীরা সুকৌশলে পালিয়ে যায়।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে এরআগেও অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন, মারামারিসহ ৫টির অধিক মামলা রয়েছে। আজকের অভিযানের ব্যাপারেও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *