প্রবাস চক্রবর্তী:
বোয়ালখালী পৌরসভা ৪নং ওর্য়াডে স্বর্গীয় মনোরঞ্জন বিশ্বাসের পুকুরে গতকাল রাত্রে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ মে) গভীর রাতে উপজেলার ৪ নং পৌরসভার দত্তপাড়া মৃত মনোরঞ্জন বিশ্বাসের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
প্রত্যক্ষদর্শি নেলী চৌধুরী জানান গতকাল রাতে অনেক হৈচৈশব্দ শুনেছি। সকালে দেখলাম এঘটনামা
বিপ্লব বিশ্বাস জানান পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমাদের প্রায় ৩লাখ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শনিবার সন্ধ্যায় কয়েকজন লোক আমাদের পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে দেখেছি।
এ রকম ঘটনা ঘটাবে কখনো কল্পনা করতে পারিনি।
স্হানীয় কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঘটনাটা শুনেছি। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ধরনে ক্ষতি যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।
লোকনাথ মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক অনিলদে জানান, ডা: রজতকান্তি বিশ্বাস একজন মানবতার ফেরিওয়ালা। এলাকা থেকে কোন রোগী দাদার চেম্বারের গেলে ফ্রি চিকিৎসাসহ সবার খোঁজ খবর নেন। এ ধরনের মানুষের ক্ষতি সাধন যারা করে তারা অমানুষ।
আমি নিন্দা জ্ঞাপন করছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।