
মোঃ কামরুল ইসলাম ,ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাচিনা পাগলা বাড়ী এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক ঝগড়া চলছিলো। নিহতের পরিবারের দাবী স্বামী সোহেল ধারালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলাকেটে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখে। কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল (৪০) দুই সন্তানের জননী হাজেরা পার্শ্ববর্তী পালগাও গ্রামের হাছেন আলীর মেয়ে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে।