মোহাম্মদ সাইদ (কেরানীগঞ্জ-ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ বেসরকারিভাবে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বুধবার(৮মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ২২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয় ।বুধবার সাড়ে ১১.৪৫ মি. উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ও নাম ঘোষণা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আবু রিয়াদ।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন।উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।