পূবাইলে জাহাঙ্গীর মাতবরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা

খসরু মৃধা

 

গাজীপুর মহানগরের পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদে দৈনিক যুগান্তর অনলাইনের বিভাগীয় প্রধান আতাউর রহমানের বাবা জাহাঙ্গীর মাতবর(৬৫)কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা মুজিবুর মার্কেট থেকে জাহাঙ্গীর মাতবর মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার পথে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। পরিবারের লোকজন মারাত্মক রক্তাক্ত জখম জাহাঙ্গীর মাতবরকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমান ওখানেই চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় বাড়ির পূর্বপাশের মুজিবুর মার্কেট থেকে মোটরসাইকেলে জাহাঙ্গীর মাতবর বাড়ির দিকে তিনি আসতেছিলেন।বাড়ি ও মুজিবুর মার্কেটের মাঝামাঝি পথ অতিক্রম করার সময় আগে থেকেই ওৎপেতে থাকা দূর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তার ডাক চিৎকারে প্রতিবেশী মিজান তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতাল ভর্তি করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ কামারুজ্জামান ও পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *