
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
বোয়ালখালীতে কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়ন ও উন্মুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ মে) বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলার কালুরঘাট পূর্ব পাড়ে ‘বোয়ালখালীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী। নেতৃবৃন্দরা এতে বক্তব্য দেন।
বক্তারা এ সময় বলেন, নতুন কালুরঘাট সেতু নির্মাণ ও বর্তমান সেতু দিয়ে যান চলাচল সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন কালুরঘাট সেতুর সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় ফেরি পারাপারে প্রায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বোয়ালখালীবাসী। শিক্ষার্থী, চাকুরিজীবি, রোগী, যাত্রী সাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য শিগগিরই সেতুটি বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা।