
চট্টগ্রাম মহানগরের ২ নং কনকর্ড বিল্ডিং ১0১ ফয়েজ লেক খুলশী থানা এলাকায় দীর্ঘদিন যাবত আবশ্যিক হোটেলের নাম দিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ। আবশ্যিক হোটেল রূপসী বাংলা মূলত একটি মিনি পতিতালয়। খোঁজ নিয়ে জানা গেছে খুলশী থানা পুলিশ মাঝে মাঝে রেট দিয়ে কিছু পতিতাকে নিয়ে যায়।
একদিকে নিয়ে যায় অপরদিকে আবার চালু হয়। এ বিষয়ে হোটেলের ম্যানেজার পরিচয় দিয়ে সাময়িকদেরকে জানাই যে পুলিশের কাজ পুলিশে করে আমাদের কাছে আমরা করি। ম্যানেজার আরো বলেন কিছু কিছু সংবাদ কর্মী খোরশে থানার ওসিকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করে যার জন্য ওসি সাহেব পুলিশ পাঠায়।
আসলে পুলিশ আমাদের বিষয়টা জানে পুলিশের নজরের বাইরে কেউ না। এ বিষয়ে খুলশী থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এলাকায় ব্যবসা করেন এমন অনেকেই অভিযোগ করে বলেন এসব অপকর্মের কারণে এই এলাকায় ব্যবসা করা দুরহ। এ বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ নেয়ার অনুরোধ প্রশাসনের কাছে