
শহিদুল ইসলাম শহিদ চট্টগ্রাম:
সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ২১ লক্ষা টাকা মূল্যমানের আমদানি-নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার গ্রেফতার ২ জন।
কোতোয়ালী থানার এসআই (নি.) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশ মুখে গত ১২/০৫/২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় মোঃ আমিরুল ইসলাম (৩২) ও মোঃ আবু মুছা (৩৬)- কাছ থেকে ১২টি বস্তার ভিতরে ১৯২০ কার্টন বা ১৯,২০০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের আমদানি-নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেন। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ ১২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।