
মোহাম্মদ সাইদ(কেরানীগঞ্জ-ঢাকা) :
ঢাকার কেরানীগঞ্জে তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক কর্মশালায় জনঅবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা হল রুমে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক।
কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় জনঅবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ হতে আগত শিক্ষকবৃন্দ। এছাড়া বিভিন্ন দপ্তরের উপস্হিত কর্মকর্তাবৃন্দ।
জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ঊপস্হিত ছিলেন তথ্য কমিশনার ডঃ আব্দুল মালেক ।অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। তিনি এ সময় আরো বলেন, তথ্য পাওয়া এদেশের মানুষের অধিকার,সকলের এঅধিকার পাওয়ার মুলঅধিকার ।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রধান অতিথির সাথে তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ে মতবিনিময় করেন।প্রধান অতিথি আরও বলেন,বিভিন্ন তথ্য পেতে সাধারন মানুষ ও মিডিয়া কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।