
আকতার হোসেন বাবু :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর’গজারিয়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসেন্দি ইউনিয়ন ঐতিহ্যবাহী হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সহকারী শিক্ষক সরদার সফিকুল ইসলাম।
তিনি নিষ্ঠার সাথে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাচ্ছেন।তার আন্তরিকতা শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে, তাদের কে আলাদা যত্ন নিয়ে পড়াশোনা করিয়ে দূর্বলতা এবং জড়তা কাটানোর মাধ্যমিক শিক্ষা প্রদান করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।সেজন্য সহকারী শিক্ষক সরদার সফিকুল ইসলাম শিক্ষার্থীদের নিকট যেমন কাছের এবং পছন্দের শিক্ষক। একি ভাবে প্রধান শিক্ষক এবং সকল সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিকট তিনি খুব পছন্দের ব্যক্তি।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সকল শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।