
খসরু মৃধা ,স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান ও পদ হারবাইদ এলাকায় ফেসবুক প্রেমে প্রেমিকা প্রেমের ফাঁদে ফেলে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে অপহরণকারী চক্র।
ছদ্দ নামের শারমিন সুমাইয়া ও তাকিয়া খানম ফেসবুকে প্রেমিকা সেজে ভিকটিমদের প্রেমের ছলনায় ডেকে এনে অপহরণকারীদের হাতে তুলে দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল বেশ কিছুদিন যাবত ।অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়ে কারাগারে ঠিকানা হয়েছে অপহরণকারী ৫ জনের। প্রেমিকা শারমিন সুমাইয়া ওরফে তাকিয়া খানমসহ চক্রের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়ে ভিকটিম যুবক টঙ্গী পশ্চিম থানা এলাকার রাশেদুল ইসলাম লায়ন ও ঢাকা শেরে বাংলা এলাকার শাহিন হাসান অন্তর বাদী হয়ে পূবাইল থানায় মামলা করলে রোববার অপহরণ ও মুক্তিপন আদায়ের ঘটনায় ৫ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
আটককৃতরা হলেন–মঞ্জুরুল ইসলাম হিমেল(২৬) গাজীপুর মহানগরের ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ এলাকার জুয়েলের ছেলে, একই এলাকার শফিউদ্দিনের ছেলে শামীম(৩০),মোঃ শহিদের ছেলে রুবাইয়েত, মোহাম্মদ রানা সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চামারচর গ্রামের আইনুরের ছেলে, মোহাম্মদ মারুফ(২২) বি- বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ইউসুফ মিয়ার ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায় শারমিন সুমাইয়া ওরফে (তাকিয়া খানম (১৯) একই মেয়ে দুই নামে ফেসবুক প্রেমিকা সেজে প্রেমের ফাঁদে ফেলে ওই দুই যুবককে।প্রেমের সম্পর্ক গভীর থেকে গভীরতম হলে ২৭ এপ্রিল দেখা করার কথা বলে।শাহিন হাসান অন্তর পূবাইলের মাজুখান এলে তাকে পূবাইল এলাকার ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদে অবস্থানরত অপহরণকারী চক্রের হাতে তুলে দেন। একই কায়দায় শারমিন নামে একই প্রেমিকা তাকিয়া খানম ২য় প্রেমিক ১লা মে রাশেদুল ইসলাম লায়নকেও তুলে দেন তাদের হাতে।
অপহরণের পর দুই যুবকের বাসায় ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ও শারিরীক ভাবে নির্যাতন শুরু করে।এক পর্যায়ে ভিকটিমের দুই পরিবারের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যেমে ৯৯ হাজার টাকা ভিকটিমদের কাছে থাকা মোবাইল ফোন ও পেনড্রাইভ রেখে দিয়ে পদহারবাইদ এলাকার মনিরের দোকানের কাছে ও মাজুখান রেললাইনের পাশে আহত অবস্থায় ফেলে যায় অপহরণকারিরা।ছলনাকারী প্রেমিকা পেশাদার ফেসবুক প্রেমিকা হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জেলার ফেসবুক প্রেমিকদের বিভিন্ন ঠিকানায় এনে অপহরণ করে সর্বস্ব কেড়ে নেয় বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ। পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।