
স্টাপ রিপোটার :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খান বেলায়েত হোসেনের জীবন ও কর্মের ওপর নির্মিত এক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ মে) রাতে পৌর এলাকার আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচালী প্রোডাকশনের নির্মাণে ১৫ মিনিটের এ প্রামাণ্যচিত্রে খান বেলায়েত হোসেনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালনকালে উল্লেখযোগ্য কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। একইসঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন। আলফাডাঙ্গা উপজেলার জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আমি জনগণের পাশে সুখে দুখে সব সময় থাকতে চাই আমার জীবনের শেষ সময় পর্যন্ত।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে খান বেলায়েত হোসেন আসন্ন ৫ জুন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেদ মন্ডল, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান বটু বিশ্বাস প্রমুখ।