জনগণের ভালবাসায় শিক্ত হলেন মামুনুর রশীদ মামুন

কামরুল ইসলাম:

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান নম্র ভদ্র মানুষের যেকোনো সমস্যায় যিনি আন্তরিকতার সহিত এগিয়ে যান সেই আমিরাবাদ ইউনিয়নের কৃর্তী সন্তান লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন ভাই কে চশমা মার্কায় ভোট দিয়ে অবহেলিত লোহাগাড়া উপজেলার উন্নয়ন কে ত্বরান্বিত করার সুযোগ দিন। গতবারের নির্বাচনে ও আপনারা ঠিক ঐ ভালোবেসে ছিলেন কিন্তু একটা গুষ্টির ভোট ডাকাতির কারণে আমরা আমাদের আশার প্রতিফলন ঘটাতে পারিনি। তাই দীর্ঘদিন অবহেলিত অবস্থায় নির্যাতন সহ করে করেছিলাম । আসুন এইবার আমাদের মনের ভালোবাসা কে কাজে লাগিয়ে মামুন ভাইকে আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করি। প্রিয় দেশবাসী আর ভুল নয় সঠিক মানুষকে নির্বাচিত করুন লোহাগড়াকে মডেল লোহাগাড়ায় রুপান্তরিত করুন। অনেক নতুন মুখ আপনারা দেখতে পাবেন যারা একটি আশায় আমাদের দুয়ারে আসবে কিন্তু মানুষ চিনতে ভুল করলে আমাদের আবারও পাঁচটি বছর অবহেলায় পরে থাকতে হবে তাই ভুল না করে মামুন ভাইয়ের চশমা মার্কায় আপনার আমার মূল্যবান ভোট দিয়ে মডেল লোহাগাড়া গড়ে তুলি। টাকা পয়সা একদিন ভালোবেসে চিরদিন মামুন ভাইয়ের ভালোবাসা চেয়ে আপনার আমার এবং পরিবারের মূল্যবান ভোটটি দিয়ে মামুন ভাই কে জয়যুক্ত করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *