
কামরুল ইসলাম:
সুপ্রিয় লোহাগাড়া উপজেলার শান্তি প্রিয় জনতা আগামী ৫ঐ জুন লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের প্রিয় সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জনাব জননেতা আগামী মডেল লোহাগাড়া উপজেলা গড়ার কারিগর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মামুনুর রশীদ মামুন ভাই কে সাথে নিয়ে লোহাগাড়ার সর্বস্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়ন মুখরিত করে তুলেছে সবার মুখে একই ধনী চশমা মার্কার জয়ের ধণী। চশমা মার্কায় আপনার ও আপনার পরিবারের মুলভান ভোট দিয়ে অবহেলিত লোহাগাড়া উপজেলার উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দিন। এবং বর্জকন্ঠে আওয়াজ তুলুন – আল্লাহ আল্লা রহম কর মামুন ভাইয়ের চশমা মার্কার জয় কর আল্লাহ আল্লা রহম কর দুনিয়ার মালিক তুমি অবহেলিত জনগণের দোয়া কবুল কর মামুন ভাই কে জয় কর অবহেলিত জনগণ দোয়া করি চশমা মার্কার জয় করি। মাগো মা দোয়া কর মামুন ভাই কে ভাইস চেয়ারম্যান হিসেবে জয় কর।