
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।
বোয়ালখালীতে ১৫ লিটার দেশীয় চোলাই মদ সহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সত্রে জানাযায় বসত ঘরের খাটের নিচে পাওয়া গেছে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। এ সময় জেসমিন আক্তার (২৮) নামের এক নারীকে আটক করা হয়।
জেসমিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের মো.জুয়েলের স্ত্রী।
গতকাল শনিবার (১৮ মে) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের বহনা বিল এলাকার মো.জুয়েলের বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় জেসমিন আক্তার ও তার স্বামী জুয়েলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানা ভারপ্রাপ্ত এ কর্মকর্তা। তিনি আরো জানান, আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ থানাকে মাদক মুক্তকরে মডেল থানা হিসাবে রুপান্তরিত করতে চাই।