কৃষক শ্রমিকের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন প্রিয় ভাই এস এম মামুন

কামরুল ইসলাম:

সম্মানিত লোহাগাড়া উপজেলার জনসাধারণের প্রিয় সন্তান তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা কৃষক শ্রমিকের মনের মনিকোঠায় যিনি জনপ্রতিনিধি না হয়ে ও সমাজ সেবক ও নির্যাতিত আসহায় মানুষের আস্থাবাজন সেবক হিসেবে জাইগা করে নিয়েছেন তিনি হচ্ছেন এস এম মামুন । লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম মামুনের বিষয়ে সচেতন মহল বলেন এই মানুষটির মনে নেই কোন অহংকার, তিনি ধনী গরীব অসহায় সকল মানুষের সাথে অন্তরঙ্গ ভাবে মিলে মিশে থাকে। যেই কোন মানুষ সহজে কাছে গিয়ে যেই কোন সমস্যা মন খুলে বলতে পারে। এই রকম মানুষ কে জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত। তিনি সকল মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা নিয়ে আল্লাহর রহমতে আগামী ৫ঐ জুন বিপুল ভোটে নির্বাচিত হবে। এবং লোহাগাড়া উপজেলার উন্নয়নের জন্য জনগণ তাদের মনের মত মানুষ পেয়ে হাত চাড়া করবেন না সকলে তাদের প্রিয় পতিক চশমা মার্কায় ভোট দিয়ে প্রিয় নেতা লোহাগাড়া উপজেলার অহংকার এস এম মামুন ভাইকে বিপুল ভোটে ✌ জয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *