চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসর জনিত বিদায় সংবর্ধনা

মিথুন কর্মকার :

দীর্ঘ ৩৯ বছর ৩ মাস ২০ দিন শিক্ষকতা জীবন শেষে চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২৩ মে) সকাল ১১ ঘটিকার সময় চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের অফিস রুমে আয়োজিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে  চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আনোয়ারুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ মনিরুজ্জামান এবং মোঃ আবুল বাশার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমতলী।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুনাখালী বোর্ড  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদায়ী সহকারী  শিক্ষক সামছুন্নাহার বেগমের চুনাখালী বোর্ড  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকতাকালীন জীবনের  সার্বিক বিষয় তুলে ধরে  বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  সমাজের বিদ্বানুরাগী ব্যক্তিবর্গ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শিউলি আক্তার   তার সমাপনী বক্তব্যে বিদায়ী সহকারি শিক্ষকের উদ্দেশ্যে বলেন দীর্ঘ  ৪০ বছর শিক্ষকতা করার পর বিধি মোতাবেক আপনি বিদ্যালয় থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি।

আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসরকালীন জীবনে যখন সময় পাবেন বিদ্যালয়ে আসবেন, বিদ্যালয়ের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন। পরবর্তীতে সবার দীর্ঘায়ু জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *