
কামরুল ইসলাম:
লোহাগাড়া উপজেলার শিক্ষক, সাংবাদিক, উকিল ডাক্তার ব্যবসায়ী সহ যেই সকল সচেতন মহল রয়েছে সকলে এস এম মামুনের বিভিন্ন গুণাবলী দেখে আজ সকলে এক মঞ্চে মিলিত হয়ে এস এম মামুনের চশমা মার্কার পক্ষে পচার পচারনা চালিয়ে যাচ্ছে। সকলে বলেন মামুন একজন চরিত্রবান ছেলে তাকে ইস্কুল জীবন থেকে আমরা চিনি সে যেমন চরিত্রবান তেমন সাহসী শুধু তাই নয় সে একজন ভালো ফুটবল খেলোয়ার সে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ ফুটবল, বলিবল খেলোয়াড় ছিল, সে ছাত্র জীবন থেকে কাউকে নির্যাতন কারো সাথে বেয়াদবি করেছে এমন কোন নজির নেই। কলেজ জীবনে সে রাজনৈতিক অঙ্গনে পা রেখেছে রাজনৈতিক জীবনে বিভিন্ন পদ পদবী পেয়েছে অথচ সে চাইলে এই পদ পদবী ব্যবহার করে কোটি টাকার পাহাড় গড়তে পারতো অথচ করেনি একজন পরিচন্ন রাজনৈতিক নেতার যা গুণাবলী থাকার কথা সব গুণাবলি তার মধ্যে আছে তার পক্ষে সম্ভব একটি আধুনিক মডেল সমাজ গড়ে তুলা । তাই লোহাগাড়ার সকল জনসাধারণের প্রতি অনুরোধ আপনারা ৫ঐ জুন চশমা মার্কায় ভোট দিয়ে একটি আদর্শ আধুনিক মডেল সমাজ গড়ার সুযোগ করে দিন।