
খসরু মৃধা :
গাজীপুর মহানগরের পূবাইল থানা ৪২ নং ওয়ার্ড তালটিয়া এলাকার ভাড়া বাসা থেকে বলাৎকার ঘটনায় অভিযুক্ত আসামী আবির হোসেন বাবু ওরফে আশিক( ১৯)কে ২৩মে পূবাইল থানার এসআই মারফত আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আটক করেন। আসামীর ঠিকানা হল জেলার ও থানার ভোলা, পোস্ট- কালিপুর , সান মেদুয়া, আক্তার হোসেনের ছেলে আবির হোসেন বাবু ওরফে আশিক (১৯) এ/পি গাজীপুর মহানগরের পূবাইল থানা ৪২ নং ওয়ার্ড তালটিয়া জয়নাল আবেদিনের ভাড়াটিয়া। পারিবারিক সূত্রে জানা যায় ২২ মে বেলা অনুমান ১১:৩০ ঘটিকার সময় আমার ছেলে পাশের এক বাসায় সাম্বারসিবল পাম্প বসানো দেখতে ছিলেন সেখান থেকে আসামী আবির হোসেন বাবু ওরফে আশিক আমার ছেলেকে ডেকে নিয়ে আসামীর ভারাকৃত বাড়ির রুমের ভিতরে দরজা বন্ধ করে ০৭ বছরের শিশু তাওহীদ ইসলাম রাব্বী কে খাটের উপর শুয়াইয়া তার পরিহিত কাপড় খুলে বায়ুপথ দিয়ে জোরপূর্বক বলাৎকার করে। আমার শিশু ডাক চিৎকার করলে বিবাদী মুখ চেপে ধরে ও ভয়-ভীতি দেখায়। পরবর্তীতে আমার ছেলে বাথরুম করতে গেলে চিৎকার শুরু করে। আমি ও আমার স্বামী আমার ছেলেকে কি হয়েছে বলে জানতে চাইলে ঘটনাটি খুলে বলেন। বলার পর আমার ছেলের বায়ুপথ দেখি ফুলে লাল হইয়াছে তাৎক্ষণিক আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান এ ঘটনায় মামলা হয়েছে, মামলা নং ২০(৫)২৪ আসামী আবীর হোসেন বাবু ওরফে আশিককে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে ।