মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলা কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইজপাড়া গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। ওই দুই বোন হলো মাশফিয়া আক্তার(৮) ও আফিয়া আক্তার (৭)। মৃতরা সম্পর্কে আপন চাচাতো বোন। মাশফিয়া আক্তার এর বাবার নাম গোলাম আজম ও আফিয়া আক্তার এর বাবার নাম গোলাম ফারুক এরা উভয় কাজিবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের বাসিন্দা। মৃত দুজনেই স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী। স্বজনরা জানান, বাড়ির পাশে তারা দুবোন খেলা করছিল। অনেকক্ষণ তাদের না দেখে খোজা খুজি করতে থাকেন সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে কালকিনি সদর স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।