স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে গত ২২ মে সামাজিক যোগাযোগ ফেসবুক, অনলাইনে ও পেজে মিথ্যা,ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি । গত শুক্রবার ২৩ মে বিকাল ৫ টার পরে হাসপাতাল রোড বিএনপির অস্থায়ী কার্যলয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক আ: মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: নুর জামান খসরু। তিনি বলেন,২২ মে উপজেলা বিএনপি অফিসে কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম। মিটিং চলাকালিন সময় অফিসের গেটে বেশ কিছু লোক লাঠি সোটা নিয়ে ঘুরাঘুরি করে। এ সময় পৌর বিএনপির সদস্য সচিব খোসবুর রহমান খোকন এর পরিচয় দিয়ে কয়েকজন লোক অফিসে প্রবেশ করে। থানায় খবর দিলে থানা পুলিশ এসে অফিস থেকে ৪ জনকে আটক করে। এ ঘটনায় বিভিন্ন ফেসবুক আইডিতে খন্দকার নাসিরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে মর্মে মিথ্যা,ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করা হয়। পরে স্থানীয় ভাবে থানা থেকে আটককৃতদের মুচেলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। তিনি আরও বলেন, পৌর বিএনপির সদস্য সচিব খোসবুর রহমান খোকন দলের শৃঙ্খলা ভঙ্গের কারনে তার বিরুদ্ধে সাংগনিক ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা বিএনপি জেলা কমিটির কাছে সুপারিশ করেছে।
বিএনপির সদস্য সচিব খোসবুর রহমান খোকন বলেন,কমিটি গঠন করাকে কেন্দ্র করে গত ইদুল ফেতরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।আব্বাস এক গ্রুপের নেতৃত্ব দিয়েছে।তাই নেতা ( খন্দকার নাসির) আসার পরে অন্য গ্রুপ নালিশ করে বিচারের দাবী করে।পরে তারা উত্তেজিত হয়ে অফিসের বাহির এসে তালা মেরে নেতাক অবরুদ্ধ করে রাখে বলে শুনেছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াটি।