বগুড়া শহরের নারুলীতে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান লিটন:
বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস মাদক ইভটিজিংসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে শনিবার নারুলী স্কুল মাঠে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সাবেক এমপি ও বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ওমরকে সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রোস্তম আলীকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বগুড়া কলেজের সাবেক অধ্যক্ষ কেবিএম মুসা,উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন প্রধান,বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সাধারণ সম্পাদক মোঃ ফাইদুল আহাদ রুমি,বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আজিজুল হক রাজা,বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল গনি সরকার,আলেয়া বেগম, ফরিদুজ্জামান ফটিক,মোঃ আইউব আলী,করিম “স” মিলের স্বত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন প্রামানিক,নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম,শহর জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন,শ্রমিক নেতা মারুফুজ্জামান ওমেক্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ২০ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস,মাদক,ইভটিজিংসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে এই কমিটি সম্মিলিত ভাবে কাজ করবে। স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেওয়া হবে। এই কমিটিতে নারুলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটির সঙ্গে যুক্ত হয়ে কেউ কাজ করতে চাইলে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে এসে নাম তালিকাভুক্ত করার জন্য কমিটির পক্ষ থেকে ওয়ার্ডবাসীকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *