
স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর সেই একই প্রতিপক্ষ এবার ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরুর আগে এই প্রস্তুতি ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুুযোগ পাচ্ছে লাল-সবুজ দল।
মাঠে নামার আগে আবার দুই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে বাংলাদেশ অনুশীলন করেছে। মূল টুর্নামেন্টের আগে নাজমুল হোসেন শান্তর দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার একটিতে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, অপরটিতে ভারত। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ এই মাঠেই খেলবে শান্তরা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে।
ম্যাচটা ওয়ার্ম-আপ কিংবা গা গরমের হলেও বাংলাদেশের জন্য এটা গুরুত্ববহ। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার সিরিজ হারে আত্মবিশ্বাস তাদের তলানীতে। যদিও শেষ ম্যাচটি জিতে লাল-সবুজ জার্সিধারীরা হোয়াইটওয়াশ এড়িয়েছে। কিন্তু এই জয়ে তৃপ্তির ঢেঁকুর তোলার খুব একটা সুযোগ নেই। কেননা শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র মূল একাদশের চারজন ক্রিকেটারকে বিশ্রামে রেখে খেলেছে। অনেকটা দ্বিতীয় সারির দলের বিপক্ষে খুব সহজেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ফলে সবকিছু বিবেচনায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজও বড় পরীক্ষায় বসতে। একই মাঠে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সের উইকেট ছিল কিছুটা স্লো প্রকৃতির। সেই তুলনায় বিশ্বকাপের এই উইকেট হবে স্পোর্টিং ধরণের। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের অতীত রেকর্ড ঘেঁটে দেখা গেছে, মেজর লিগে রানের জন্যই উইকেটটি গড়া। গড়ে ১৯০ প্লাস রান হয়। এই ভেন্যুতে ভালো করতে হলে বড় স্কোর গড়ার বিকল্প নেই। সবমিলিয়ে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আসল লড়াইটা করার সুযোগ পাবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের বিপক্ষেও বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। ১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে।