
স্টাফ রিপোর্টার:
টাকার বিনিময় সবকিছু হয়। যার জন্য আইন অমান্য করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সমাজে। রাজধানীতে বেশিরভাগ এলাকায় দেখা যায়, রাজনাধী উন্নয়ন কতৃর্পক্ষ রাউজুকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ করতে। আবার রাজউক অনুমতি দেয় একরকম আর বিল্ডিং মালিক কাজ করে অন্যরকম। যার কারণে বিল্ডিং ধসে শিশু মৃত্যু সহ নানান ধরনের ঘটনা ঘটে।
অথচ এ বিষয়ে টনক নড়ে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। রাজধানীর কদমতলী থানাধীন পলাশপুর ৬নাম্বার রোডে আতাহার মাস্টার এবং ডেভেলপার কোম্পানি কামাল গংরা অবৈধভাবে রাস্তা কম রেখে নির্মাণ করছে বহুতল ১০তলা ভবন। সম্প্রতি রাউজুকের কর্মকর্তারা যেটুকু অবৈধ ছিল তার নিচটুকু ভেঙ্গে দিয়েছে এবং বাড়ির মালিক ও ডেভেলপার কোম্পানী কে বলে দিয়েছে যে উপরেরটুকু নিজ নিজ দায়িত্বে ভাঙ্গার। তখন রাজউকের পরিদর্শক ছিলেন সাইমন। সাইমন ওখান থেকে চলে যাওয়ার পর পরিদর্শক হিসেবে দায়িত্ব পান পরিদর্শক শফিউল্লাহ। আর এই শফিউল্লাহ মোট অঙ্গের টাকা খেয়ে দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে শফিউল্লাহর ফোনে বিষয়টি জানতে চাইলে শফিউল্লাহ বলেন, একবার ভেঙেছি আবার ভাঙ্গবো থানাকে নোটিশ দিয়েছি। এখন যে নতুন করে কাজ করছে এ তথ্য তিনি জানেন অথচ তার কিছুই করার নেই। অপরদিকে ডেভেলপার কোম্পানির একজন বলেন, আমরা অন্যায় ভাবে কিছু করছি না তাছাড়া যা করছি তার সফিউল্লাহ জানেন। বিষয়টি দ্রুত তদন্ত করে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আর নেয়া যাবে না বলে মনে করেন এলাকাবাসী।