
মোঃ শামীম হোসেন:
টাকা কামাতে হন্যে হয়ে ঘুরছে মানুষ । কেউ বৈধ পথে, আবার কেউ অবৈধ পথে। রাজউক সরকাররে একটি গুরুত্বপূর্ন দফতর। এই দফতরকে ঢেলে সাজাতে সরকার নানা রকম কর্ম-কান্ড চালু রেখেছে । বর্তমান সরকার একটি আধুনিক স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ব পরিকর। কোনো দেশকে উচ্চতর স্থানে পৌছাতে হলে দূর্নীতিকে রোধ করতে হবে।
এরি ধারাবাহিকতায় সরকারী বিভিন্ন দফতরে দূর্নীতির বিরুদ্বে অভিযান অব্যাহত রয়েছে। নকশা অনুমোদন ভবন নির্মাণের, মালিকের নিকট হতে ঘুষ দাবি নির্মাণের ত্রুটি দেখিয়ে এবং বহিরাগত লোকদের নিয়ে অফিস কক্ষে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের কারণে রাজউকের ইমারত পরিদর্শক জোন-৪ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। সোমবার ৩রা জুন ২০২৪ইং দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে ।
ইমারত পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ, ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের নকশা অনুমোদন, নির্মাণের ত্রুটি দেখিয়ে মালিকের নিকট ঘুষ দাবি এবং অফিস কক্ষে বহিরাগত লোকদের নিয়ে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানপূর্বে প্রথমে ছদ্মবেশে জোন-০৪, রাজউক-এর অফিস পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে পরিচালক, অথরাইজড অফিসার ও অভিযোগ সংশ্লিষ্টের বক্তব্য নেয়া হয় এবং রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে জানান, সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।