মামুনের চশমা মার্কার জয় মানে অসহায় মানুষের জয়

কামরুল ইসলাম:

৫ঐ জুন সম্পাত হল লোহাগাড়া উপজেলা নির্বাচন, এই নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখলাম এতে মনে হল আমিরাবাদ ইউনিয়নের সুর্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা এস এম মামুন বিপুল ভোটে জয় লাভ করবে। তার এই জয়ের বিষয়ে সচেতন মহল বলেন লোহাগাড়া উপজেলার মানুষ চশমা মার্কায় যেই ভাবে ভোট দিয়েছে এতে মনে হল যেই সকল প্রার্থী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা আছে তারা যা ভোট পাবে মামুন একাই তা পাবে। এবং এই জয় মামুনের চশমা মার্কার নয় এই জয় লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের মানুষের জয়।এইবারের উপজেলা নির্বাচনে প্রমাণ করে দিল গতবারের নির্বাচনে ও মামুন জয় লাভ করেছিল কিন্তু সাবেক এমপি নদভীর স্বজন প্রীতির কারণে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল মামুন। আসলে মামুন এমন এক ব্যক্তীর নাম যিনি যুগ যুগ ধরে মানুষের হৃদ মন্দিরে বসবাস করে আসছে। আসলে মামুনের চশমা মার্কার কোন বিকল্প নেই তিনি জনপ্রতিনিধি নয় মানুষ তাদের যোগ্য সেবক কে ৫ঐ জুন নির্বাচিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *