সতেরো লক্ষ আটষট্টি হাজার আটশত টাকা) সমমূল্যের মোট ১৫,৫১০টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট-ফিসহ দুইজন গ্রেফতার মহানগর গোয়েন্দা পুলিশ

চট্রগ্রাম অফিস:

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের স্পেশাল টিমের এসআই মোঃ রাজিব হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/০৬/২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বানিজ্যিক এলাকাস্হ বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে শাহরিয়ার এন্ড ব্রাদার্স লিঃ সিএন্ডএফ এজেন্ট নামক অফিসের পশ্চিম পাশের প্রথম রুম থেকে মোঃ আমিরুল ইসলাম টিটুকে ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) সমমূল্যের ৫০০ টাকা মূল্যমানের ২,০০০ টি জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোর্ট হিলস্হ আইনজীবি দোয়েল ভবনের নিচতলার দোকান নং-১১ এর ভিতর থেকে আব্দুল মোনাফকে ৭,৬৮,৮০০/-(সাত লক্ষ আটষট্টি হাজার আটশত টাকা) সমমূল্যের বিভিন্ন মূল্যমানের মোট ১৩,৫১০ টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট-ফিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় ঢাকার একটি অজ্ঞাত উৎস থেকে কম মূল্যে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ সংক্রান্তে সিএমপির ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *