
নাজমুল হাসানঃ
নারায়ণগঞ্জে বেশ কিছু এলাকায় বকেয়া বিল আদায়ে ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোনাল অফিসের কর্মকর্তারা। সোমবার ৩ জুন সকালে শুরু করা অভিযান চলে বিকেল পর্যন্ত।
তিতাস জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ’র নির্দেশে জোবিঅ-ফতুল্লা অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান এর নেতৃত্বে এবং জোবিঅ-নারায়নগঞ্জের ব্যাবস্থাপক প্রকৌশলী ইমরানের সহযোগিতায় এই অভিযান পরিচালনা হয়।
অভিযানে ৪কোটি টাকা বকেয়া বিলের অভিযোগে ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার ১,৬০০ জন গ্রাহকের মধ্য ১৩৫ জন গ্রাহকের ১ লক্ষ টাকার অধিক বকেয়া রয়েছে।এছাড়াও উক্ত এলাকার আবাসিক গ্রাহকদের নিকট প্রায় ৪,০০,০০,০০০c/- (চার কোটি) টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে ।অধিকাংশ গ্রাহকের অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা রয়েছে।বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য ২ দিন মাইকিং করা সহ জুম্মার নামাযে মসজিদে গ্যাস বিল পরিশোর জন্য বয়ান করানো হয়। পাশাপাশি এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানকেও বকেয়া গ্যাস বিল পরিশোধ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে মর্মে পত্র মারফত অবহিত করা হয়। এরপরেও
গ্রাহক গ্যাস বিল পরিশোধ না করায় গত সোমবার ৩ জুন উক্ত এলাকার অন্তর্ভুক্ত টাগারপাড়, গাবতলী, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের উদ্দেশ্যে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানের সময় এলাকার লোকজন উত্তেজিত হয়ে তিতাস গ্যাসের লোকজনের উপর চড়াও হয় এবং ৩ জন কর্মচারী আহত হন। এলাকার লোকজন কর্তৃক বিচ্ছিন্নকৃত মালামালও ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে তিতাস। তিতাস গ্যাসের পক্ষ থেকে উক্ত এলাকার ২ টি উৎসমুখ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।