স্টাফ রিপোর্টার:
কোতোয়ালী থানায় রিক্সা যোগে ইলেকট্রনিক্স মালামাল ছিনতাইকারী আটক ০১, লুন্ঠিত ১,৬০,০০০/- টাকার ইলেকট্রনিক্স মালামাল তথা ৪৪০পিস টর্চ লাইট উদ্ধার,
মোঃ তৌহিদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানা এলাকার রহিম ইলেক্ট্রিক ও রিফাত স্টোর নামক প্রতিষ্ঠানের মালিক কর্তৃক অর্ডারকৃত ০৬(ছয়) কার্টুন টচ্লাইট, যাহার মূল্য অনুমান ১,৬০,০০০/- টাকা প্রেরণের সিদ্ধান্ত নেই। সে সুবাদে তার ভাতিজা শাহেদুল ইসলাম (১৮) উক্ত মালামাল নিয়ে ইং ০৪/০৬/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার রিজোয়ান কমপ্লেক্স এর সামনে থেকে অজ্ঞাতনামা রিক্সা যোগে নতুন ফিশারীঘাট যাওয়ার কালে ইং ০৪/০৬/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়স্থ গোল চত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র রিক্সা চালক কৌশলে নিউ মার্কেট গোল চত্বরে রিক্সা ঘুরানোর জন্য শাহেদুল ইসলাম (১৮) কে রিক্সা থেকে নামিয়ে গাড়ি সিগনাল দিতে বলে। তখন সে রিক্সা থেকে নামতে না চাইলে রিক্সা চালক তাকে রিক্সা থেকে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। জনৈক শাহেদুল ইসলাম রিক্সা চালকের কথায় ভীত হয়ে রিক্সা থেকে নামার সাথে সাথে অজ্ঞাতনামা ০১ জন আসামী রিক্সার সামনে এসে রিক্সা চালক সহ জোর পূর্বক রিক্সা ভর্তি উপরোক্ত মালামাল ছিনিয়ে নিয়া দ্রুত গতিতে রিক্সা চালিয়ে ষ্টেশন রোডের দিকে চলে যেতে থাকে। শাহেদুল ইসলাম রিক্সাটি আটকাতে চাইলে অপর অজ্ঞাতনামা ০১ জন আসামী পিছন দিকে এসে তাকে টেনে ধরিয়া রাখে এবং বেশি ডাক চিৎকার করলে জানে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। জনৈক মোঃ তৌহিদ বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করে মামলার তদন্তভার এসআই/মোঃ রবিউল হকের নিকট অর্পণ করা হয়। এসআই/মোঃ রবিউল হক মামলাল তদন্তভার গ্রহণ করে বিশ্বস্থ গুপ্ত চর নিয়োগ করে। গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ০৬/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.২০ ঘটিকার সময় খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সদস্য মোঃ সুমন(৩৮) পিতা-মৃত রশিদ ঘরামী, মাতা-জাহানারা বেগম, সাং-কেন্দুয়া, সাধু আশ্রমের পাশে,রশিদ ঘরামীর বাড়ী, থানা-মাদারীপুর সদর,জেলা-মাদারীপুর বর্তমানে-কদমতলী,মেজবার বাড়ী,থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার সহযোগী মোঃ জামাল প্রঃ জামাল উদ্দিন(৩২) ও মোঃ সুখাই মিয়া(৬৫)দ্বয়ের সহযোগীতায় উক্ত অপরাধ সংঘটন করার কথা স্বীকার করে এবং তার সহযোগী মোঃ জামাল উদ্দিন বাদীর ভাতিজাকে প্রথমে গতিরোধ করে মর্মে প্রকাশ করে। পরবর্তীতে ধৃত আসামীর দেওয়া তথ্য মতে ইং ০৬/০৬/২০২৪ তারিখ সকাল ১০.৪৫ ঘটিকার সময় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকা হতে লুন্ঠিত ৪৪০ পিস (টর্চ লাইট), মূল্য অনুমান ১,৬০,০০০/- টাকার মালামাল উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত রিক্সাযোগে চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন জেলায় রিক্সাযোগে ছিনতাই সংঘটন করেছে। তারা ০৩ জন সদস্য ঘটনার ০২ দিন আগে বাহিরের জেলা হতে চট্টগ্রাম আসে। তারা একটি রিক্সা ভাড়া নিয়ে উক্ত রিক্সা যোগে ছিনতাই সংঘটন করেছে বলে স্বীকার করে। এছাড়াও তারা রিক্সা ভাড়া নেওয়ারকালে ৩,০০০/- টাকা জামানত স্বরূপ প্রদান করে। তারা বিভিন্ন জেলায় এই পদ্ধতিতে ছিনতাই শেষে ০২ দিনের মধ্যে সরে পড়ে বলে জানায়। তারা আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য। তারা এক এক জন বিভিন্ন জেলায় বসবাস করে। ছিনতাই কার্যক্রম সংঘটনের জন্য একত্রিত হয়ে এক জেলায় যায়। কাজ শেষে আবার নিজ জেলায় চলে যায়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।