
মোঃ আরফাতুল ইসলাম,আমিরাত সংবাদঃ
আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ প্রবাসী থেকে শুরু করে সবার মাঝে। এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে তিনদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এবার মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি আমিরাতের আজমানে থাকতেন। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান।
শনিবার (৮) দুপুর ২টায় শারজাহ আল-কাসীমি হসপিটালে তার মৃত্যু হয়। তার চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান, তিন বছর আগে আমিরাতে এসেছিলেন মোহাম্মদ শাহজাহান