
মেহেদী হাসান লিটন,বগুড়াঃ
বগুড়ার নাটাইপাড়ায় ২০নং ওয়ার্ডে মধ্য নাটাই-বিল পাড়ায় একটি রাস্তাকে কেন্দ্র করে এলাকাবাসী চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক এবং পৌর আইন অনু্যায়ী জায়গা না ছেড়ে প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় ১৫-১১-২৩ইং তারিখে অভিযোগ দায়ের পরবর্তীতে পৌরসভা কৃর্তপক্ষ (কেস নং-১৮৪/২৩-২৪) বিবাদী বরাবর নোটিশ জারি করতঃ শুনানী সম্পাদন না হওয়া পযর্ন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেও বিবাদী উক্ত কাজ অমান্য করে অদ্যবধি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় নির্মাণ কাজ বন্ধ ও অপসারণে পৌর পুলিশ প্রেরণ প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস,প্যানেল মেয়র-১,বগুড়া পৌরসভা স্বাক্ষরিত আদেশে নির্মাণ কাজ বন্ধ ও অপসারণ কার্যকর করা হয়।
ঘটনা পরবর্তীতে জমির মালিক ও বিবাদী ঘটনাস্থলে উপস্থিত হোন। জমির মালিক মোঃ সিরাজুল ইসলাম তার বক্তব্যের জানান,”তার জমি সামনের ১০ ফিট রাস্তার পুরাটাই তা জমির অংশ তবুও রাস্তাটি সামাজিক কারণে এলাকাবাসী জন্যে দিয়ে দিয়েছেন আর পূর্ব পাশে তিনি আইনানুযায়ী ২ ফিট রাস্তা ছেড়েই গাইড ওয়াল দেওয়ায় পৌর কৃর্তপক্ষের কোনো একতিয়ার নেই কাজ বন্ধ করার ও ভাঙ্গার। তিনি আরো জানান,এলাকাবাসীর কিছু লোক তার বাসায় যায় এই বিষয় নিয়ে রাস্তাটি যেন ৮ ফিট থাকে,সে প্রস্তাবে তিনি তাদের জানান তাহলে রাস্তার জন্যে ১ শতক জায়গা কিনে নেন,আমি ৬ মাস কাজ বন্ধ রাখবো। তারপর ৬ মাস পার হয়ে গেলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এছাড়াও তিনি বলেন,এর আগে রাত ৩ টায় পূর্ব পাশের ৫ ফিট দেয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলে বেআইনিভাবে।”
এলাকাবাসীদের কয়েকজনের সাথে কথা বললে ,তাদের পরিচয় প্রকাশ না করে এ কথায় বলেন যে ,” এখানে ৮/১০ ফিটের রাস্তা হলে ৩০-৪০ ঘর-বাড়ি আছে তাদের জন্যে খুব ভালো হতো আর তা দরকারও। এখানে সাইকেল নিয়ে যাওয়ার মত অবস্থাও নাই। এ অবস্থা আমরা চায় জায়গাটি দান করেই বা কিনে নিয়ে যে ভাবেই হোক এখানে রাস্তাটির প্রশস্ত হোক। “