
মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া গ্রামে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২০২৩- ২০২৪ অর্থ বছরে বড় কুষ্টিয়া বটতলা হতে আলী হাসান শিপলুর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের প্রকল্প ভিওিক ৫২ হাজার টাকার বরাদ্দ আসে, উক্ত কাজে পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া গ্রামের দপ্তর সম্পাদক সভাপতি আলী হাসান ও সহ-সভাপতি শরিফ হোসেন নিযুক্ত হন। উক্ত রাস্তার কাজ না করে সরকার ও জনগণের ব্যাপক ক্ষতিসাধন করছেন।বড় কুষ্টিয়া গ্রামের দপ্তর সম্পাদক সভাপতি আলী হাসান বলেন ২০২৩-২০২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামোর কাজ পিআইও অফিস থেকে ২৫,০০ হাজার টাকা তুলেছি বাদবাকি টাকা এখনো উঠাইনি, তবে এটা এমপি সাব নেতাগো খাইতে দিছে। বড় কুষ্টিয়া গ্রামের শরিফ হোসেন বলিষ্ঠ কন্ঠে, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম কে বলেন গ্রামীন অবকাঠামোর কাজ কেন আজ উন্নয়ন হয় না আপনি সাংবাদিক হিসাবে জাতির কাছে তুলে ধরার বিনীত অনুরোধ করছি। অপরদিকে বড় কুষ্টিয়া নিপাই এর বাড়ী হতে বাকী সাহেবের আস্তানা পর্যন্ত ২০২৩ -২০২৪ অর্থ বছরের প্রকল্প ভিত্তিক ৫২ হাজার টাকা বরাদ্দ হয়। উক্ত কাজে বড় কুষ্টিয়া গ্রামের সোহাগ বাবু সভাপতি ও সহপতি লিটন মন্ডল নিযুক্ত হন। সভাপতি সোহাগ বাবু বলেন মাটি খুঁজে পাইনি তাই কাজ করতে পারি নাই তবে পিআইও অফিস থেকে অর্ধেক বিল ২৫ হাজার টাকা দিছে, সহসভাপতি লিটন মন্ডল বলেন এ প্রকল্প ভিত্তিক কাজ নিয়ে আমি কোন কিছুই জানি না। বড় কুষ্টিয়া গ্রামে জনে মনে ব্যাপক আলোড়ন হয়ে উঠেছে যে বড় কুষ্টিয়া গ্রামে তিন থেকে চারটি প্রকল্প ভিত্তিক কাজ সহ ২০২২-২০২৩ অর্থবছরের বড় কুষ্টিয়া নিতাই এর বাড়ী হতে লোকমানের বাড়ি পর্যন্ত ২.০০মেট্রিক ট্রন গমসহ আরও ২০২২-২০২৩ অর্থ বছরের বড় কুষ্টিয়া নিতাইর বাড়ি হতে লোকমানের বাড়ি পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণ ৮০,৯৮৬ হাজার টাকার কোন কাজ হয়নি, ভুক্তভোগী জনগণের এভাবে আরকতদিন দুর্বিষহ জীবন পোহাতে হবে। ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম কে মুঠো ফোনে ফোন করলে তিনি বলেন বড় কুষ্টিয়া গ্রামের প্রজেক্টের কোন নামই খুঁজে পাচ্ছি না, আসলে এগুলো ফোনে বোঝা যায় না, অফিসে আসেন। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) আমিনুল ইসলাম কে মুঠো ফোনে ফোন করলে ফোন রিসিভ করেননি।