এক রাতে বেনজীরের খামারের সকল গরু ও দুম্বা উধাও

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম । এখানেই গড়ে ওঠে সাবেক আইজিপি বেনজীর আহমেদের শাবানা পার্ক তৎসংলগ্ন ৫ বিঘার উপরে গো খামার। যেখানে লালন পালন হত ৪০টি উন্নত জাতের গরু ও ২টি দুম্বা । গত ২৭ মে আতঙ্কিত ঝড় রেমালের রাতেই উধাও হয়ে যায় সকল গরু ও দুম্বা । জনৈক বারেক নামে একজনের পরিচালনাধীন কর্মচারী গং দের পরিচালনায় ছিল গো খামার। স্থানীয় সুত্রে জানা যায় বারেকের বাড়ী ময়মনসিংহে , উক্ত রাতেই ২ ট্রাক ভর্তি গরু নিয়ে সে পালিয়ে যায়। তাহাকে আর দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *