
মনজুরুল ইসলাম:
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের অনিয়ম-দুর্নীতির সংবাদ জাতীয় ও আঞ্চলিক পত্রিকা সহ ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি প্রদান ও
সাংবাদিকদের সাথে অসদাচরণ এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাকে অপসারণের দাবিতে বুধবার (১২ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলা সদর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মোড়ালের সামনে এই
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন নান্দাইল উপজেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদি বৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আমাদের সময় পত্রিকার নান্দাইল প্রতিনিধি ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি ও কালবেলা পত্রিকার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, প্রথম আলো পত্রিকার নান্দাইল প্রতিনিধি বাবু রমেশ কুমার পার্থ, প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার নান্দাইল প্রতিনিধ শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান বাবুল, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি হান্নান আল-আজাদ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান।
এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনবাণী পত্রিকার নান্দাইল প্রতিনিধি ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি ও গণকন্ঠ পত্রিকার নান্দাইল প্রতিনিধি আহসান কাদের মাহমুদ, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকালের খবর পত্রিকার নান্দাইল প্রতিনিধি সারোয়ার জাহান রাজিব, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ উক্ত উপজেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রত্রিকায় প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল তার অসদাচরণ এবং স্বেচ্ছাচারিতার চলচেনা। সত্য প্রকাশে কর্মরত
নান্দাইলের সাংবাদিক বৃন্দের কলম চলবে। সাংবাদিকের এই কলমকে কেউ রোধ করতে পারবেনা। পরিশেষে সকল বক্তাই নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পালের অপসারণ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।