পাইকগাছা উপজেলা দুর্যোগ কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (SOD) এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা  ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসন কর্তৃক  আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের  যুগ্ম-সচিব নাহিদ সুলতানা মল্লিক,সন্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, গ্রীননারী কল্যান ফাউন্ডেশনের পরিচালক শাকেরা বানু। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুস সালাম কেরু, রিপন কুমার মন্ডল, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, মুক্তিযোদ্ধা রণজিৎ বাবু, প্রভাষক মোমিন উদ্দীন, প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পুলকেশ রায়, শংকর দাশ, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনছার ভিডিপি কর্মকর্তা মৌলুদা বেগম, সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *