বোয়ালখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শপথগ্রহন

প্রভাস চক্রবর্ত্তী:

বোয়ালখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) বেলা ২ টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ , মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা শপথ নেন।

শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

শপথ শেষে উপজেলার নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বোয়ালখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ জাহেদুল হক হেলিকপ্টার প্রতীকে ৩০ হাজার ৫শত ৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতিকে ১৯ হাজার ১শত ১০ ভোট পেয়েছে।

ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) ৩১ হাজার ৩শত ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা) পেয়েছে ১৪ হাজার ৪শত ৫৮ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাম্মৎ উম্মে সালমা ফুটবল প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী শামীম আরা বেগম (প্রজাপতি)পেয়েছে ২৮ হাজার ৪শত ১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *