মাদারীপুরে ডিবি পুলিশের জালে ৫৫০ পিচ ইয়াবা সহ আটক ৩ জন

মোঃ কামাল হোসেন:
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা , ডিবি কর্তৃক ৫৫০(পাচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করা হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর এর একটি অভিযানিক দল
বৃহস্পতিবার( ১৩ জুন ২০২৪) বেলা ১১.৪৫ ঘটিকায় মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ)/ আবুল কাশেম খান এর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানাধীন লোহারডাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে ৫৫০ (পাচশত পঞ্চাশ )পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করা হয়েছে।
ইয়াবা ট্যাবলেট সহ আটক কৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় মেহের গ্রামের মৃত জাহাঙ্গীর বেপারীর ছেলে, জাহিদ বেপারী (৩০), একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে, শাহিন হাওলাদার (৩২) ও ঝিকরহাটি গ্রামের মৃত হাজী বিল্লাল দর্জির ছেলে, এনামুল দর্জি (৪৫) এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা গোয়েন্দা বিশেষ শাখা ( ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের বর্ণনা মতে
উদ্ধারকৃত ৫৫০( পাঁচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটের ( মূল্য ১,৬৫,০০০/)অবৈধ অস্ত্র, মাদক ও জুয়ার বিরুদ্ধে মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে এবং সার্বক্ষণিক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *