
মোঃ শামীম হোসেন:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফ ইমাম তার জোনের আওতাধীন সকল ট্রাফিক ইন্সপেক্টরদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি নিয়মানুযায়ী নির্দেশনা দিয়েছেন। পবিত্র ঈদ উল আযহার সময় পরিবহন মালিক, চালক ও তাদের লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া উচিত নয়। লক্ষ্যমাত্রা দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রাফিকসহ সকল সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
পথিমধ্যে সিএনজি চালকের সাথে মোঃ আলীম আহমেদের বাকবিতন্ডা হয়। হঠাৎ সিএনজি চালক আলিফের উপর রেগে যায় এবং তাকে সিএনজি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এমনকি সিএনজি চালক তার সঙ্গে থাকা মালামাল নিয়ে পালাতে চেয়েছিলেন। আচমকা আলিফ সিএনজির দরজা ধরে অনেক দূরে যেতে শুরু করে। পথচারীরা
বিষয়টি লক্ষ্য করে সিএনজি চালককে আটক করে আলিফের মালামাল উদ্ধার করে। একপর্যায়ে মানবিক ট্রাফিক পুলিশ গোলাপবাগে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আনন্দর কাছে নিয়ে আসেন পথচারীরা। পরে টিআই আনন্দ চালককে আটক করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করেন। উল্লেখ্য, ট্রাফিকের পরিদর্শক আনন্দ গণমাধ্যমকে বলেন, ঈদকে সামনে রেখে দুর্ঘটনা থেকে জনগণের জানমাল রক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফ ইমাম স্যারের নির্দেশনা মোতাবেক কোন পরিবহনের মালিক বা সদস্যরা কোন ভাড়া আদায় করেছে কিনা তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। এমনকি ঈদের সময় যানজটের কারণে দুর্ঘটনার দিকে নজর রাখছি। কর্মজীবনের শুরু থেকেই আমার একটাই লক্ষ্য মানুষের সেবা করা।