বাকেরগঞ্জে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিভেদ ও সমন্বয়হীনতায় উন্নয়ন সভা কোরাম সংকটে ভন্ডুল, সরকারি বরাদ্দ প্রাপ্তির অনিশ্চয়তা

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ  বিভেদ ও সমন্বয়হীনতার কারনে মাসিক  আইন শৃঙ্খলা  ও  উন্নয়ন সভা কোরাম সংকটে ভন্ডুল হওয়ায় সরকারি বরাদ্দ প্রাপ্তির অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ১০জুন-২০২৪ রোজ সোমবার সকাল ১১টায়    উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদারের সভাপতিত্বে  ও  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সঞ্চালনায়  উপস্থিতি ছিলেন  ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ তালুকদার (কলসকাঠী) ও এস এম কাইয়ুম ( গারুড়িয়া)। এটি ছিল নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যানদের প্রথম সভ

উক্ত সভায় ১৮ জন সদস্যদের মধ্যে ০৪জন সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন উপজেলা  চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং কলসকাঠী ও  গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান। অনুপস্থিত বাকী ১৪ জন  হলেন নব-নির্বাচিত উপজেলা ভাইস -চেয়ারম্যান আবদুস সালাম মল্লিক  ও মহিলা ভাইস -চেয়ারম্যান জাহানারা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের ১২ জন ইউপি চেয়ারম্যান। সভা ফলপ্রসূ  না হওয়ায় দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ সাইফুর রহমান  সাবেক ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান  ও মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা  বেগম মিনুকে বিদায়ী সংবর্ধনা জানান।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ সাইফুর রহমান,   থানা  অফিসার ইনচার্জ  মোঃ আফজাল হোসেনসহ উপজেলার  বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিভাদের সৃষ্টি হয়। সামনে রয়েছে পৌরসভা ও ইউনিয়ন  পরিষদ নির্বাচন ।  কেন্দ্র যদি এখনই   বিভেদ মিটানোর কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে বিভেদ সংঘাতের রুপ নিতে পারে।
গত মাসের শেষের দিকে  ঘটে যাওয়া রিমালে   উপজেলার বেশিরভাগ এলাকা প্লাবিত  হয়েছে । বিগত ৫০ বছরের ইতিহাসে বরিশাল ও খুলনা বিভাগে এমন পানি বন্যা হয়নি। পানিতে উপজেলার বেশীরভাগ এলাকা তলিয়ে গিয়েছিল। বন্যার পানিতে   মৎস্য চাষীদের চাষকৃত  মাছ বের হয়ে যাওয়ায় তাদের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে । পানির স্রোতে কাঁচা পাকা রাস্তাঘাট নষ্ট হওয়ায় জনসাধারণ ও যানবাহনের চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। ঝড়ের কারনে উপজেলার বেশিরভাগ এলাকা কয়েকদিন  বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ঝড়ের পরে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল ( অব.) আবদুল হাফিজ মল্লিক, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী  অফিসার ঝড়ে  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।  ঘূর্ণিঝড় রিমালে উপজেলার বেশিরভাগ  এলাকা কমবেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আশা করছিলেন এ মাসিক সভায় তাদের ক্ষয়ক্ষতির ব্যপারে আলোচনা করে সরকারের  কাছে সাহায্যর  আবেদন করা হবে।  কিন্তু কোরাম সংকটে কোন সিদ্ধান্ত ছাড়াই  সভা শেষ হাওয়ায় হতাশায় ভুগছেন রিমালে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের  মানুষগুলো।
এখানে উল্লেখ্য – গত ৯জুন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে  উপজেলা পরিষদ চত্বরে নব -নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের গর্বিত পিতা বিশিষ্ট শিল্পপতি ফারুক  তালুকদার ,  মাতা সাবেক সংসদ সদস্য ( সংরক্ষিত) পারভিন তালুকদার,  উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের  বিভিন্নস্তরের একাংশে  নেতা- কর্মীবৃন্দ।   উপস্থিত ছিলেন না নবনির্বাচিত  ০২জন ভাইস- চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *