
ইমন হোছেন :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা রই ব্রিজের নিচে চলিতেছে অবৈধ রমরমা গাছের ব্যবসা এবার বর্ষা মৌসুমের প্রথম দিক দিয়ে যখন পানি আসে তখনই শুরু হয় রমরমা গাছের ব্যবসা এ যেন দেখার কেউ নেই প্রতিনিয়ত ট্রলারে করে বিদেশি গাছ নিয়ে আসতেছে বর্ষা মৌসুমের পানি আসার সাথে সাথে এই ধরনের অবৈধ ব্যবসা শুরু করে দিয়েছে কিছু কালো বাজারী অসাধু ব্যবসায়ি।