ওসি “সাইদুর রহমান” এর সফল অভিযান, মাছ ধরার অবৈধ ৭লাখ টাকার সরঞ্জাম জব্দসহ আটক-৬

মোঃ সুজন খন্দকার : 

পদ্মা নদীতে অবৈধভাবে চায়না দুয়ারী দিয়ে মাছ স্বীকার করার অভিযোগে, নাজিরগঞ্জ নৌপুলিশ অভিযান চালিয়ে ৬জন জেলেকে আটক করেছে। সেইসাথে জব্দ করা হয়েছে ৪টি কাঠ ও টিন দিয়ে তৈরী ডিজেল ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা ও বিপুল পরিমানে চায়না দুয়ারী।  যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৭ লাখ টাকা।

শনিবার ২২শে জুন বিকালে এক প্রেস নোটের মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ধৃত আসামীরা হলো,পাবনা জেলার সুজানগর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের শ্যামসুন্দরপুর
গ্রামের সুরমান আলির ছেলে ১। মোঃ ফরহাদ শেখ (৩০), মৃত চাঁদ আলি মন্ডলের ছেলে ২। মোঃ ইউসুফ মন্ডল (৫৭), কুমারপুর ঢালা-ঢারাই গ্রামের মোঃ ফরিদ সরদারের ছেলে ৩। মোঃ লাল চাঁদ সরদার (২০), মোঃ আবুল বিশ্বাসের ছেলে ৪। মোঃ বিল্লাল বিশ্বাস (৩০), জালাল উদ্দীন প্রামাণিকের ছেলে ৫। মোঃ জহিরুদ্দীন প্রামাণিক (৩৫), মৃত সোনাই কাজির ছেলে
৬। মোঃ ইউসুফ কাজী (৩৫), এদের সর্ব ইউনিয়ন- ঢালারচর, থানা- আমিনপুর, উপজেলা- বেড়া, জেলা- পাবনা।

এদের বিরুদ্ধে অভিযোগ তারা নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর মাঝখানের চরে ইঞ্জিন চালিত নৌকা যোগে অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পাতিয়া মাছ স্বীকার করিতে ছিলো।  এসময় নৌপুলিশের উপস্থিতি টের পাইয়া পদ্মা নদীতে পাতানো অবস্থায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে ইঞ্জিন চালিত নৌকা যোগে দ্রুত ঘটনা স্থল হতে পালানোর চেষ্টা করলে, নাজিরগঞ্জ নৌপুলিশের সদস্যরা ধাওয়া করে  হাতেনাতে তাদেরকে আটক করে।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান,পদ্মা নদীতে অবৈধভাবে মৎস স্বীকারের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *